• A
 • A
 • A
পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়ি, বড্ড বাড়াবাড়ি!

শহরকে সুন্দর করে তোলে পরিষ্কার রাস্তা ঘাট, উঁচু উঁচু বাড়ি, ব্রিজ। সেটাই আমাদের চেনা শহরের ছবি। কিন্তু পৃথিবীজুড়ে এমন অনেক শহর আছে, যা অনেকটা কল্পনার মতো। সেখানে জীবন ব্যস্ততম এবং পরিবেশ গোছানো। এতটাই গোছানো, যে যেকোনও হলিউড সিনেমার দৃশ্যকে হার মানিয়ে দেবে। আর সেখানকার আকর্ষণ বৃহৎ-বিশাল ইমারত। কোনওটার উচ্চতা ৮০০ মিটার, তো কোনওটায় লিফ্টের সংখ্যা ৬০। এমন বড় অট্টালিকার সামনে আমরা সবাই লিলিপুট। উচ্চতার নিরিখে দেওয়া হল সেইসব অট্টালিকার হদিশ -


বুর্জ খালিফা, দুবাই, ইউনাইটেড এমিরেটস্


 • ২০০৮ সাল থেকে পৃথিবীর উচ্চতম অট্টালিকার তকমা বুর্জ খালিফার। উচ্চতা ৮২৮ মিটার (২,৭২২ ফিট)। ১৬০টি তলার এই টাওয়ার দুবাইয়ের অন্যতম আকর্ষণ।

সাংহাই টাওয়ার, চিন


 • চিনের ব্যস্ত শহর সাংহাইয়ে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহৎ অট্টালিকা। ৬৩২ মিটার (২,০৭৩ ফিট)। উঁচু সাংহাই টাওয়ারে ১২৮ তলা। এই অট্টালিকায় পৃথিবীর দ্রুততম এলিভেটার বা লিফ্ট রয়েছে।

ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ম্যানহ্যাটন, নিউ ইয়র্ক


 • পৃথিবীর তৃতীয় উচ্চতম স্কাইস্ক্রেপারটি রয়েছে নিউ ইয়র্কে। পশ্চিম গোলার্ধের এই সবচেয়ে উঁচু অট্টালিকা। উচ্চতা ৫৪১.৩ মিটার (১,৭৭৬ ফিট)

CTF ফাইন্যান্স সেন্টার টাওয়ার, গুয়াংজ়াউ, চিন


 • চিনের টিয়ানহে অঞ্চলের জনবহুল শহর গুয়াংজ়াউয়ে অবস্থিত ৫৩০ মিটার (১,৭৩৯ ফিট) এই অট্টালিকা। ১১২ তলার অট্টালিকাটিতেও রয়েছে দ্রুতগতি চলা এলিভেটর বা লিফ্ট। অট্টালিকার উপরের ১৬টি তলায় রয়েছে হোটেল।

সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্স সেন্টার, চিন


 • চিনের সাংহাই শহরে রয়েছে আরও একটি উঁচু অট্টালিকা। এর উচ্চতা ৪৯২ মিটার (১,৬১৪ ফিট)। বহুতলে রয়েছে হোটেল, অফিস, কনফারেন্স রুম, অবজ়ারভেশন ডেক, শপিংমলও। ৯১টি এলিভেটর বা লিফ্ট আছে সেখানে।

ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার, হংকং


 • ১০৮ তলা অট্টালিকাটির উচ্চতা ৪৮৪ মিটার (১,৫৮৮ ফিট)। বহু নামী কম্পানির অফিস আছে সেখানে। হংকং শহরের দ্বিতীয় বৃহৎতম অট্টালিকা এটি।

ওরিয়েন্টাল পার্ল টাওয়ার, সাংঘাই, চিন


 • পর পর নাম দেখে বোঝাই যাচ্ছে, চিন উঁচু উঁচু ইমারতের জন্য খ্যাত। সেখানকার আরও একটি বৃহৎ অট্টালিক ওয়িরেন্টাল পার্ল টাওয়ার। ৪৬৭.৯ মিটার (১,৫৩৫ ফিট) উঁচু অট্টালিকাটি ভারী অদ্ভুত দেখতে। অতবড় অট্টালিকায় রয়েছে মাত্র ১৪টি তলা। পর্যটক কেন্দ্র হিসেবে খ্যাত। অ্যান্টেনা, টেলিভিশন ব্রডকাস্ট, রেডিওর অনুষ্ঠান সম্প্রচার করা হয় সেখান থেকে।

পেট্রোনাস টাওয়ার ১ ও ২, কুয়ালা লামপুর, মালয়েশিয়া


 • বাকিদের তুলনায় খানিক পুরোনো এই বিল্ডিং। নির্মিত হয় ১৯৯৬ সালে। অট্টালিকার উচ্চতা ৪৫১.৬ মিটার (১,৪৮৩ ফিট)। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকা।

তাইপেই ১০১, তাইওয়ান


 • ২০০৪ সালে নির্মিত তাইপেই ১০১ অট্টালিকাটির উচ্চতা ৪৪৯.২ মিটার (১,৪৭৪ ফিট)। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এই অট্টালিকায় ১০১টি তলার। ৬১টি এলিভেটার বা লিফ্ট রয়েছে সেখানে। গোটা তাইওয়ানকে উপর থেকে দেখার জন্য পর্যটকেরা ভিড় করেন সেখানে।


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES