হায়দরাবাদ, ১৬ এপ্রিল : মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডে পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করল আদালত। আজ হায়দরাবাদের বিশেষ NIA আদালত এই নির্দেশ দেয়।
ছবি সৌজন্য : ANI
২০০৭ সালের ১৮ মে হায়দরাবাদে চারমিনারের কাছে মক্কা মসজিদে যখন নমাজ় চলছিল, তখন বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ন'জনের। আহত হন ৫০ জনেরও বেশি মানুষ। উদ্ধার হয় দুটি IED। ২০১১ সালে CBI-র হাত থেকে তদন্তভার যায় NIA-র হাতে। দশ অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় মামলা। আদালত আজ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা। আদালত তাদের বেকসুর খালাস করে।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে পাঁচজন ধরা পড়েছিল। তারা হল দেবেন্দ্র গুপ্তা, লোকেশ শর্মা, স্বামী অসীমানন্দ, ভরত মোহনলাল রতেশ্বর ও রাজেন্দ্র চৌধুরী। এই মামলায় আরও দুই অভিযুক্ত সন্দীপ ভি দাঙ্গে ও রামচন্দ্র কালসংগ্রা পলাতক। একজন তদন্তচলাকালীন খুন হন। বাকি দু'জনের সন্ধান পাওয়া যায়নি।