• A
  • A
  • A
গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, মৃত বেড়ে ৯৯

গুয়াতেমালা সিটি, ৭ জুন : গুয়াতেমালায় অগ্নুৎপাতের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৯। সোমবার থেকে জেগে ওঠে গুয়াতেমালা সিটির কাছে অবস্থিত ফুয়েগো আগ্নেয়গিরি। সেখান থেকে লাভা ও পাথর বের হতে শুরু করে। গুয়াতেমালার ন্যাশনাল কো-অর্ডিনেশন ডিজ়াস্টার রিডাকশনের তথ্য অনুযায়ী অগ্নুৎপাতের কারণে এখনও পর্যন্ত ১৯২ জন নিখোঁজ।

ছবি সৌজন্য : ANI


ফুয়েগো আগ্নেয়গিরি ছাড়াও আরও একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এরপরই দুর্যোগ মোকাবিলার সঙ্গে জড়িত সংস্থাগুলি সতর্কবার্তা জারি করেছে। উদ্ধার কাজ চলছে জোরকদমে।

সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ ফুয়েগো আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়। বিকেল সাড়ে চারটে থেকে লাভা বের হতে শুরু হয়। সরকারিভাবে জানানো হয়েছে, এল রডিও গ্রামটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামটি কার্যত ভস্মীভূত হয়ে গেছে।

গুয়াতেমালার রাষ্ট্রপতি জিমি মোরালেস দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নাগরিকদের শান্ত থাকতে ও ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার আবেদেন জানিয়েছেন তিনি।

CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES