• A
  • A
  • A
বাচ্চাকে আম খাওয়ানোর সময় এগুলি মাথায় রাখুন

বাচ্চাকে প্রথমবার কোনও খাবার দিতে গেলেই ভয় লাগে। খাবারটি না শেষ করা পর্যন্ত চিন্তায় থাকেন মায়েরা। এদিকে খাবার খাওয়ানোর পর সেটি হজম হবে কি না তা নিয়ে চিন্তায় থাকেন তাঁরা। তবে এই চিন্তা করে যদি কেউ বাচ্চাকে সময় মতো সঠিক খাবার না দেন তাহলে তার শরীরে নানারকম সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চাকে সব খাবারই দিন, কিন্তু ভাবনা চিন্তা করে। সেই রকমই একটি খাবার হল আম। মরশুমি ফল আম, বাচ্চাকে দিতেই পারেন। তবে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।


সেগুলি হল...

  • বাচ্চার আট মাস বয়স না হওয়া পর্যন্ত তাকে আম দেবেন না। ছ’মাসের আগে তো একেবারেই দেবেন না। কারণ আম খেয়ে অনেক সময় বাচ্চারা হজম করতে পারে না।
  • প্রথমবার আম খেয়ে হয়ত বাচ্চার ভালো লাগতে পারে। আর ভালো লাগলে সে বার বার খেতে চাইবে। এর মানে এই নয় তাকে অনেকটা খাইয়ে দেবেন। বেশি খাওয়ার ফলে আমাশয় হতে পারে। তাই প্রথম প্রথম অল্প করে খাওয়ান। তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন।
  • আমের টুকরো বাচ্চার মুখে দেবেন না। গলায় লেগে যেতে পারে। তাই আঙুলে চিপে নিয়ে সেটা বাচ্চার মুখে দিন। এতে কোনও সমস্যা হবে না। বাচ্চার গলায় লেগেও যাবে না।
  • প্রথমবার আম খাওয়ালে পরিমাণে খুব কম দিন। কারণ আপনি জানেন না যে বাচ্চার তাতে অ্যালার্জি আছে কি না। এরপর ২৪ ঘণ্টা নজরে রাখুন। বাচ্চার শরীরে কোনওরকম সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
  • আবার অনেক আমের চোঁচ থাকে। সেগুলি গলায় লেগে যেতে পারে। তাই এমন আম দিন যার চোঁচ থাকে না।
  • আমের আঁটি একেবারেই বাচ্চার মুখে দেবেন না। গলায় লেগে যেতে পারে।


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES