• A
  • A
  • A
বাচ্চার পায়ে ব্যথা ? রইল প্রতিকার

বয়স হওয়ার সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা হওয়া খুব স্বাভাবিক বিষয়। কম বেশি প্রায় সবার পায়ে এই সমস্যা দেখা যায়। তবে এই সমস্যা এখন শুধুমাত্র বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নেই। অনেক বাচ্চার পায়েও এই সমস্যা দেখা যায়। একটু বেশি দৌড় দৌড়ি করলেই তাদের পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আবার অনেক বাচ্চার বাতের সমস্যাও দেখা যায়।


এ বিষয় এক চিকিৎসক জানিয়েছেন, “গ্রোথের সময় বাচ্চার হাড়, মাসেল, লিগামেন্ট সবই বাড়তে থাকে। তাতে অবশ্য কোনও সমস্যা হয় না। কিন্তু, এগুলির মধ্যে কোনও একটি যদি নির্দিষ্ট সময় না বাড়ে তাহলেই সমস্যা দেখা যায়। সাধারণত হাঁটু, থাই, পা ও কাফ মাসেলে ব্যথা হয়। গ্রোথের সময় যে ব্যথা হয় সেটি সাধারণত হাঁটুর সামনের দিকে হয়।”

গ্রোথের ব্যথা ছাড়াও পায়ে অন্য কারণেও ব্যথা হতে পারে। যেমন...

  • হাঁটুতে কোনও কারণে লেগে গেলে তার থেকেও ব্যথা হয়। খুব বেশি জোরে লেগে যাওয়ার ফলে হাঁটুর চারপাশে অবস্থিত নরম টিশুগুলি ক্ষতিগ্রস্ত হয়। যার থেকে ব্যথা অনুভূত হয়।
  • হাঁটুতে কোনও ইনফেকশন হলে তার থেকেও জ্বর, ব্যথা হতে পারে। আর এই ইনফেকশনের ফলে বাচ্চাদের হাঁটতে চলতেও কষ্ট হয়। সে সময় আগে চিকিৎসকের কাছে যান।
  • আর হাঁটুতে যদি দেখেন ক্রমাগত ব্যথা হচ্ছে। ভিতরে জ্বালা করছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ বাচ্চার আর্থারাইটিস হতে পারে।
  • এছাড়া বাচ্চার ওজন স্বাভাাবিকের থেকে বেশি বেড়ে গেলেও তার থেকে ব্যথা হয়। তেমন হলে কোনও পিডিয়াট্রিশিয়নের পরামর্শ নিন।

প্রতিকার

  • বাচ্চার ওজন কমান।
  • খেলার আগে বাচ্চাকে ভালো করে ওয়ার্মআপ করান।
  • পরিবারের কারও বাতের ব্যথা থাকলে বাচ্চার প্রতি আগে থেকে সতর্ক হন। তেমন হলে বাচ্চাকে কোনও ভালো ট্রেনারের কাছে নিয়ে যান। দেখবেন তার শরীর ভালো থাকবে।


CLOSE COMMENT

ADD COMMENT

To read stories offline: Download Eenaduindia app.

SECTIONS:

  হোম

  রাজ্য

  দেশ

  বিদেশ

  ক্রাইম

  খেলা

  বিনোদন-E

  ইন্দ্রধনু

  অনন্যা

  গ্যালারি

  ভ্রমণ

  ଓଡିଆ ନ୍ୟୁଜ

  আয়না ২০১৮

  MAJOR CITIES